ভারতে রুপা আমদানি কমেছে

ভারতের বাজারে প্রতি বছর স্বর্ণের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ রুপার চাহিদা থাকে। যতই দিন যাচ্ছে, ততই দেশটিতে মূল্যবান ধাতুটির চাহিদা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে রুপা আমদানিও। তবে বিদায়ী বছরে ভারতে রুপা আমদানিতে ভিন্ন চিত্র দেখা গেছে।

এ সময় দেশটির বাজারে মূল্যবান ধাতুটির আমদানি আগের বছরের তুলনায় এক-চতুর্থাংশ কমেছে। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইকোনমিক টাইমস।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে আন্তর্জাতিক বাজার থেকে ভারতে সব মিলিয়ে ৫ হাজার ২০০ টন রুপা আমদানি হয়েছে। ২০১৭ সালের তুলনায় গত বছর দেশটিতে মূল্যবান ধাতুটির আমদানি কমেছে ২৫ শতাংশ।

প্রতিষ্ঠানটির পরিচালক হরিশ আচার্য বলেন, ভারতের গ্রামাঞ্চলে রুপার চাহিদা বেশি থাকে। বিশেষত গুজরাট, হরিয়ানা, কেরালা, রাজস্থান ও মহারাষ্ট্রের গ্রামগুলোয় সবচেয়ে বেশি রুপা বেচাকেনা হয়। গত বছর এসব রাজ্যের গ্রামগুলোয় মূল্যবান ধাতুটির বেচাকেনা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ কমে গেছে। এ কারণে ভারতীয় আমদানিকারকরা রুপা আমদানি কমিয়ে দিয়েছেন।

বিদায়ী বছরজুড়ে বিদ্যমান খরা পরিস্থিতির কারণে ভারতে ফসলহানি হয়েছে। ফলে গত বছর ভারতীয় কৃষকদের হাতে পর্যাপ্ত অর্থ আসেনি। এ কারণে গ্রামগুলোয় রুপার বেচাকেনাও কম ছিল। একই সঙ্গে কেরালায় শতবর্ষের সবচেয়ে প্রলয়ঙ্করী বন্যা ও বছরজুড়ে বিদ্যমান বাড়তি দাম ভারতে মূল্যবান ধাতুটির চাহিদা ও আমদানি কমিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *