ভারতে কয়লা আমদানি কমেছে

স্টাফ রিপোর্টার

ভারতে উল্লেখযোগ্য হারে বাড়ছে কয়লা উৎপাদন। ফলে বিদ্যুৎ খাতে চাহিদা থাকা সত্ত্বেও সম্প্রতি দেশটি জ্বালানি পণ্যটির আমদানি অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছে।

এপ্রিল-জানুয়ারি পর্যন্ত সব গ্রেডের অধাতব কয়লা আমদানি কমে ১২ কোটি ৫৬ লাখ ১১ হাজার টনে নেমেছে। আগের অর্থবছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১৬ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার টন। সে হিসাবে আমদানি কমেছে ২৩ দশমিক ৩৩ শতাংশ।

কয়লাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চলতি বছরের জানুয়ারিতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বেড়ে ৮১ হাজার ৫৭২ কোটি ইউনিটে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ১২ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে এপ্রিল-জানুয়ারি পর্যন্ত আমদানীকৃত কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৭ হাজার ৮০৭ কোটি ইউনিট। গত অর্থবছরের একই সময়ের তুলনায় উৎপাদন প্রায় ৫৫ শতাংশ কমেছে।

চলতি বছরের ২২ জানুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতে ব্যবহূত অধাতব কয়লা আমদানি ৬০ দশমিক ৮৭ শতাংশ কমেছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৭ লাখ ৩০ হাজার টনে। এক বছর আগেও আমদানি করা হয়েছিল ৫ কোটি ৮০ লাখ ৯০ হাজার টন।

এপ্রিল-জানুয়ারি পর্যন্ত সব ধরনের কয়লা আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৩২ লাখ টনে। আগের অর্থবছরের একই সময় ভারত ২০ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টন কয়লা আমদানি করেছিল। সে হিসাবে আমদানি কমেছে ১৬ দশমিক ৪২ শতাংশ। আমদানি কমায় দেশটির ব্যাপক বৈদেশিক মুদ্রার মজুদ বেঁচে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *