এশিয়ায় চালের দাম কমছে

ভারতের বাজারে চার সপ্তাহ ধরে রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চালের দাম বাড়তির দিকে ছিল। তবে সর্বশেষ সপ্তাহে দেশটিতে খাদ্যপণ্যটির দাম টনে ৫ ডলার কমেছে। চাল রফতানিতে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ হারে ভর্তুকি দেয়ার ঘোষণায় চালের দাম কমেছে। একই চিত্র দেখা গেছে থাইল্যান্ড ও ভিয়েতনামে। খবর বিজনেস রেকর্ডার।

ভারত বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ। সর্বশেষ সপ্তাহে দেশটির বাজারে রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চালের সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৩৭০ ডলারে। আগের সপ্তাহেও দেশটিতে খাদ্যপণ্যটি টনপ্রতি ৩৭৫ ডলারে বিক্রি হয়েছিল। সে হিসাবে, ভারতে রফতানিযোগ্য চালের দাম টনে সর্বোচ্চ ৫ ডলার কমেছে। এর মধ্য দিয়ে চার সপ্তাহ পর দেশটিতে চালের দাম কমল।

ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, পরবর্তী চার মাস বাসমতী বাদে অন্যান্য জাতের চাল রফতানিতে ৫ শতাংশ হারে ভর্তুকি দেয়া হবে। নভেম্বরের ২৫ তারিখ থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত ২০১৯ সালের ২৫ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। এ ঘোষণার স্বল্পমেয়াদি প্রতিক্রিয়া হিসেবে ভারতের বাজারে চালের দাম কমে গেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

চাল রফতানিকারক দেশগুলোর তালিকায় থাইল্যান্ডের অবস্থান বিশ্বে দ্বিতীয়। সর্বশেষ সপ্তাহে দেশটিতে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চালের সর্বনিম্ন দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৩৮০ ডলারে। আগের সপ্তাহেও দেশটিতে খাদ্যপণ্যটি টনপ্রতি ৩৮২ ডলারে বিক্রি হয়েছিল। সে হিসাবে, রফতানিতে মন্দাভাব বজায় থাকা থাইল্যান্ডে রফতানিযোগ্য চালের দাম টনে ২ ডলার কমেছে। মূলত রফতানিতে মন্দাভাব বজায় থাকায় দেশটিতে চালের দাম কমছে।

ভিয়েতনাম বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রফতানিকারক দেশ। সর্বশেষ সপ্তাহে দেশটিতে ৫ শতাংশ ভাঙা চালের দাম টনে ২ ডলার কমে দাঁড়িয়েছে টনপ্রতি ৪০৮ ডলার। ভিয়েতনামের বাজারে আগের সপ্তাহেও প্রতি টন রফতানিযোগ্য চাল ৪১০ ডলারে বিক্রি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *