ক্যাপিটালাইজার প্রতিযোগীতায় বিজয়ীরা
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস’র উদ্যোগে এবং মেটলাইফ’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত ক্যাপিটালাইজার ২০২১ প্রতিযোগীতার বিজয়ীদের নাম সম্প্রতি (ফেব্রুয়ারি ২১, ২০২১) গ্র্যান্ডফিনালে অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগীতার মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক বিনিয়োগের বাস্তব সম্মত কলা কৌশল ও নিরীক্ষণ সম্পর্কে আরো দক্ষ করে তুলা।
বাংলাদেশ-এ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার; বিইউপি’র ভাইস চ্যান্সেলর, মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি; বিইউপি’র প্রো-ভাইসচ্যান্সেলর, এম আবুল কাশেম মজুমদার, পিএইচডি; বিইউপি’র ডীন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মোয়াজ্জেম হোসেন, বিজিবিএম (বার), পিএইচডি; এবং মেটলাইফ বাংলাদেশ’র জেনারেল ম্যানেজার, আলা আহমদ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।