নিঃসঙ্গতাকে বয়ে বেড়াই
স্টাফ রিপোর্ট
নিঃসঙ্গতাকে বয়ে বেড়াই আজন্ম-
আমি।।
তুমি নেই-
কোথাও কেউ নেই আমার।।
আমিও আমার মতো নিঃসঙ্গ।।
কষ্টের রাস্তা দৌড়াচ্ছে দ্রুত।।
তার থেকেও তড়িঘড়ি
মন পৌছে যাচ্ছে-তোমার কাছে।।
এ কোন অনাসৃষ্টি।।
এ কোন অনুভব।।
এ কোন অভিমান।।
শুধু কথা রাখেনা রুপ-রুপসীরা।।
ইচ্ছে হয়-
হেটে যাই সোমুদ্র ওপারে।।
তলিয়ে যাই অথৈ নির্জনতায়।।
মৃত্যু তুমি যাবে আমার সঙ্গে।।
…
আশিক
চট্টগ্রাম
ভোর ৪.২১
২৩.১২.২০২০
Pingback: দুঃখের পঙতিমালা - Business24BD
Pingback: একদিন স্বপ্নেরা - Business24BD
Pingback: অন্য এক পৃথিবী - Business24BD