ডমিনেজ স্টিলের দর কমার ঘটনায় তদন্ত কমিটি
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর বেশ কিছু দিন ধরেই পতনের দিকে যাচ্ছে। হঠাৎ কোম্পানির দর পতনের কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৬ জানুয়ারি) তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিষয়টি সত্য। ডমিনেজ স্টিলের দর পতনের কারণ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপপরিচালক সাইফুল ইসলাম এবং সহকারী পরিচালক বনি আমিন খান। এই কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেবে।
বিএসইসি সূ্ত্র জানায়, গত ২ ডিসেম্বর কোম্পানিটির লেনদেন শুরু হলে টানা দর বাড়তে থাকে। বাজার যখন গতিশীল তখন বিপরীতমুখি ছিল কোম্পানির শেয়ার দর; যা বাজারের পরিবেশকে নষ্ট করছে। আর তাই কী কারণে কোম্পানির দর টানা বাড়ছিল এবং কেন পতনে রূপ নিয়েছে তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে কমিশন।
ডমিনেজের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, অভিহিত মূল্য ১০ টাকায় বাজারে এলেও গত ২ ডিসেম্বর লেনদেন শুরু হওয়ার পর কোম্পানির শেয়ার দর প্রথম দিন থেকে বাড়তে থাকে; যা ১৪ ডিসেম্বর সর্বোচ্চ ৪৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। পরে কোম্পানির শেয়ার দর টানা পতনে রূপ নিয়েছে। বুধবার (৬ জানুয়ারি) কোম্পানির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। কয়েকদিনে কোম্পানির শেয়ার দর ১২ দশমিক ২০ টাকা বা ২৮ শতাংশ পতন হয়েছে; যা ঊর্ধ্বমুখি বাজারে সর্বোচ্চ পতনমুখি কোম্পানিতে রূপ নিয়েছে। আর এর কারণ খতিয়ে দেখতেই তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।
কোম্পানিটি বাজারে আসার আসার ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে; যা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছিল। কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছে।