তোমার অনুভবে…
স্টাফ রিপোর্ট
তোমার কথা মনে পড়লে –
ভুলে যাবে সমুদ্র
জোয়ার- ভাটাকেও।।
তোমায় দেখলে –
যে কোনো ঢেউ পিছপা হবে না পাহাড় ডিঙ্গাতেও ।।
তোমার কথা ভাবলে –
যে কেউ লাভা মেখে ছুটে যাবে অগ্নুৎপাতে।।
তোমার বেড়াল পায়ে হেটে আসা-
ভেঙে খান খান করে সব নীরবতা।।।
তোমার অনুভবে-
নড়েচড়ে ওঠে পৃথিবীর তাবৎ হ্রদপিন্ড।।।।
আশিক রহমান
২৪.১২.২০২০
কক্সবাজার