মহামারীতেও বাণিজ্য শক্তিশালী ছিল সাংহাই
স্টাফ রিপোর্ট
নভেল করোনাভাইরাস মহামারী সত্ত্বেও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের সঙ্গে শক্তিশালী বাণিজ্য হয়েছে সাংহাইয়ের। গতকাল সাংহাই শুল্ক বিভাগ কর্তৃক প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর সিনহুয়া।
চলতি বছরের প্রথম ১১ মাসে আসিয়ান থেকে ৩৩ হাজার ৯৩০ কোটি ইউয়ান বা ৫ হাজার ১৯০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে সাংহাই। গত বছরের একই সময়ের চেয়ে যা বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ।
সাংহাই শুল্ক বিভাগ আরো জানায়, সাংহাই থেকে আসিয়ানভুক্ত দেশগুলোয় রফতানি হয়েছে ৪৩ হাজার ৩৩৭ কোটি ইউয়ান মূল্যের পণ্য, যা বছরওয়ারি কমেছে ৪ দশমিক ১ শতাংশ। মহামারীর আংশিক প্রভাবে রফতানিতে কিছুটা প্রভাব পড়েছে।