৫৭৪ কোটি ডলারের শেয়ার দান করেছেন ইলোন মাস্ক
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী টেসলার ৫০ লাখ ৪৪ হাজার শেয়ার দাতব্য সংস্থার কাছে দান করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক। গত বছরের ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি অটোমেকারের এসব শেয়ার দান করেন তিনি। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সোমবার তথ্যগুলো নিশ্চিত করে। খবর রয়টার্স।
যেদিন শেয়ারগুলো দান করা হয়েছে, সেদিন টেসলার শেয়ারের ক্লোজিং মূল্য বিবেচনা করলে এ দানের মূল্যমান ৫৭৪ কোটি ডলার। তবে কোন দাতব্য সংস্থাকে দান করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
এর আগে গত নভেম্বরে প্রতিষ্ঠানটি নিজেদের ১০ শতাংশ শেয়ার ছেড়ে দেয়া নিয়ে টুইটারে জরিপ চালায় টেসলা। জরিপ শেষে বিলিয়নেয়ার উদ্যোক্তা ১ হাজার ৬৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দেন।
পরে এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, ২০২১ সালে ১ হাজার ১০০ কোটি ডলারেরও বেশি কর দিতে হবে। বিশ্লেষকরা অবশ্য বলছেন, দানের কারণে বেশ কর সুবিধা পাবে টেসলা। কারণ দাতব্য সংস্থার কাছে শেয়ার দান করে দেয়ার মানে সম্পদ বিক্রি করার মতো মূলধন গ্রহণ করা নয়।
এক বিশ্লেষক বব লর্ড বলেন, পরিমাণটাও অনেক বড় হবে। দান করা ৫৭০ কোটি ডলারের ৪০-৫০ শতাংশ তিনি করছাড় পাবেন। তবে এ বিষয়ে প্রাথমিকভাবে টেসলার কারো মতামত পাওয়া যায়নি।
ক্রনিকল অব ফিলানথ্রপি ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, এ দানের মধ্য দিয়ে মাস্ক যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দাতাতে পরিণত হয়েছে। দেশের সর্ববৃহৎ দাতার নাম বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।