৫০০ কোটি ডলার এফডিআই পেয়েছে ভিয়েতনাম
চলতি বছরের প্রথম দুই মাসে প্রায় ৫০০ কোটি ডলার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) পেয়েছে ভিয়েতনাম। যদিও এ বিনিয়োগের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কম। খবর ভিয়েতনাম টাইমস।
ভিয়েতনামের পরিকল্পনা ও বিনিয়োগ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত বছরের তুলনায় দেশটিতে এফডিআই কমেছে। এর কারণ হিসেবে বড় প্রকল্পগুলোর সংখ্যা কমে যাওয়াকে দায়ীকে করা হচ্ছে। এ পর্যন্ত বড় বিনিয়োগ প্রকল্প কেবল একটি ছিল। প্রকল্পটির বিনিয়োগ মূল্য ছিল ১৩ কোটি ৬৪ লাখ ডলার। পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর প্রথম দুই মাসে এফডিআই প্রকল্পগুলোর ব্যয় দাঁড়াবে ২৬৮ কোটি ডলার, যা গত বছর একই সময়ের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেশি হবে।
গত দুই মাসে ভিয়েতনামে এফডিআই পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে উৎপাদন ও প্রক্রিয়াকরণ শিল্প খাত। দেশটিতে এ খাতে বিনিয়োগ ছিল ৩১৩ কোটি ডলার। মোট রেজিস্ট্রিকৃত বিনিয়োগ মূলধনের ৬২ দশমিক ৭ শতাংশ পূরণ করে উৎপাদন ও প্রক্রিয়াকরণ খাত। এর পরই সব থেকে বেশি বিনিয়োগ ছিল আবাসন খাতে। এ খাতে এফডিআয়ের পরিমাণ দাঁড়ায় ১৫২ কোটি ডলারে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ ছিল দেশটির। বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে ছিল সিঙ্গাপুর। দেশটির ভিয়েতনামে বিনিয়োগের পরিমাণ ছিল ১৭০ কোটি ডলার। বিনিয়োগের ৩৪ দশমিক ২ শতাংশ এসেছে সিঙ্গাপুর থেকে। এছাড়া দক্ষিণ কোরিয়া ১৪০ কোটি ডলার ও চীন ৫৩ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করেছে ভিয়েতনামে।