৫০০ কোটি ডলারের বিনিয়োগ পেতে যাচ্ছে থাইল্যান্ড

স্টাফ রিপোর্টার

বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং দুই প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ও গুগল থাইল্যান্ডে বড় আকারের বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। খবর রয়টার্স।

তিনি বলেন, ‘‌টেসলা বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণে এবং মাইক্রোসফট ও গুগল ডাটা সেন্টার প্রতিষ্ঠায় ৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে।’

চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যান থাই প্রধানমন্ত্রী। ওই সফরকালে তিনি কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

বিদেশী বিনিয়োগ থেকে চলতি বছর থাই অর্থনীতিতে ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি আসতে পারে।

এশিয়ার চতুর্থ বৃহত্তম অটোমোবাইল অ্যাসেম্বলি হাব হিসেবে পরিচিত থাইল্যান্ড। আঞ্চলিক অটো সেন্টার হিসেবে রাজত্ব ধরে রাখতে সম্প্রতি বিদ্যুচ্চালিত গাড়ি ও ব্যাটারি প্রস্তুতকারকদের প্রণোদনা দেয়ার ঘোষণাও দিয়েছে দেশটি। পাশাপাশি স্থানীয় ইভি ক্রেতাদের শুল্ক মওকুফের সুযোগ উন্মোচন করেছে থাইল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *