২০২২ সালে বৈশ্বিক জিডিপি কমেছে ১.৫ ট্রিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক জিডিপি ২০২২ সালে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার কমেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নয়নশীল দেশগুলো। কপ২৮ জলবায়ু সম্মেলন ঘিরে প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেলাওয়ার। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে গত বছর বৈশ্বিক অর্থনীতি ৬ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। একই সময় পৃথিবীর জনসংখ্যা বেড়েছে।

গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষ ও পরোক্ষ  উভয়ভাবে পড়েছে। প্রত্যক্ষ প্রভাবে কৃষি ও কারখানার কাজে বিঘ্ন ঘটেছে। অতিরিক্ত তাপে উৎপাদন কমেছে। পরোক্ষ প্রভাবে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ কমেছে।

ইউনিভার্সিটি অব ডেলাওয়ারের প্রধান গবেষক জেমস রাইজিং বলেন, ‘‌জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব কয়েক ট্রিলিয়ন ডলার হারিয়েছে। এ চাপ পড়েছে গরিব দেশগুলোর ওপর। একটি তথ্য স্পষ্ট করা দরকার কয়েকটি দেশ এরই মধ্যে ঝুঁকির মুখে পড়েছে। তাদের জন্য জরুরি সহযোগিতা নিশ্চিত করতে হবে।’

হিসাব করার সময় প্রতিটি মানুষের ওপর জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি বিবেচনায় নেয়া হয়নি। কেবল বৈশ্বিক অর্থনীতির ক্ষয়ক্ষতি বিবেচনা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, ২০২২ সালে বৈশ্বিক জিডিপি ১ দশমিক ৮ শতাংশ লোকসান করেছে। টাকার অংকে এটা ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

এ ক্ষয়ক্ষতি আবার জলবায়ু পরিবর্তনের অসম প্রভাবকে ইঙ্গিত করে। স্বল্প আয়, উপকূলীয় অঞ্চল, অধিক জনসংখ্যা ও কম জিডিপির দেশগুলোয় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি লক্ষ করা গেছে।

স্বল্প উন্নত দেশগুলোয় সাধারণত বিপুল জনসংখ্যা দেখা যায়। এসব দেশের জিডিপি কমেছে বেশি, ৮ দশমিক ৩ শতাংশ। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার দক্ষিণাঞ্চলে ক্ষয়ক্ষতিটা চোখে পড়ার মতো। এসব অঞ্চলে জিডিপি কমেছে যথাক্রমে ১৪ দশমিক ১ ও ১১ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে, কিছু উন্নত দেশে ইতিবাচক প্রভাব লক্ষ করা গেছে। এ দেশগুলো লাভবান হয়েছে। উষ্ণ আবহাওয়ায় গত বছর ইউরোপের জিডিপি ৫ শতাংশ নিট লাভ করেছে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে এ অর্জন নাতিশীতোষ্ণ দেশগুলোকে গ্রীষ্মের তাপদাহে পুড়িয়েছে।

গত বছর মিসরে কপ২৭ সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রণোদনা তহবিল গঠনে সম্মত হয়েছিলেন রাষ্ট্রপ্রধানরা। উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনের ফলে যে প্রাকৃতিক দুর্যোগ ও উষ্ণ আবহাওয়া বিরাজ করছে এর ক্ষয়ক্ষতি কমানো।

কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনার জন্য সম্প্রতি রাষ্ট্রপ্রধানরা একমত হয়েছেন। বিশেষ করে কোন দেশ কত টাকা অনুদান দেবে, এটাই হবে কপ২৮ জলবায়ু সম্মেলনের মূল আলোচনার বিষয়। সম্মেলনটি আগামীকাল দুবাইয়ে শুরু হবে।

নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর পুঁজি এবং জিডিপির যৌথ ক্ষয়ক্ষতি ২১ ট্রিলিয়ন ডলার।

এটা উন্নয়নশীল দেশগুলোর ২০২৩ সালের মোট জিডিপির অর্ধেক।

জেমস রাইজিং বলেন, ‘ক্ষয়ক্ষতির এ হিসাব‌ একেবারে রক্ষণশীল দৃষ্টিভঙ্গির প্রকাশ। এক্ষেত্রে বাজারবহির্ভূত ক্ষয়ক্ষতি ও প্রভাবগুলোকে বিবেচনা করা হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *