হেডেই অ্যাটলেটিকোর মাঠে উড়ে গেলো রিয়াল

স্টাফ রিপোর্টার

অ্যাটলেটিকো মাদ্রিদ সব সময়ই রিয়াল মাদ্রিদের জন্য একটি বড় পরীক্ষার নাম। বিশেষ করে স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকোরা মুখোমুখি হলে যেন পা হড়কাবেই তাদের। এটা যেন অনেকটা নির্ধারিত।

রোববার রাতেও এই ভাগ্যের পরিবর্তন করতে পারেনি রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মাঠ সিভিটাস মেট্রোপোলিটানোয় গিয়ে রীতিমত বিধ্বস্ত হয়ে এসেছে রিয়াল। হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। চলতি মৌসুমে এই প্রথম হারের স্বাদ নিতে হলো কার্লো আনচেলত্তির শিষ্যদের।

মূলত তিনটি হেডেই বিধ্বস্ত হতে হলো রিয়াল মাদ্রিদকে। পায়ের ফুটবলে অ্যাটলেটিকোকে আটকে ফেলেছিলো রিয়াল। কিন্তু মাথার ফুটবলে পিছিয়ে যায় আনচেলত্তির শিষ্যরা। তারা হয়তো ভাবতেও পারেনি, হেডেই আসল কাজটা করে ফেলবে অ্যাটলেটিকো। কারণ, তাদের তিনটি গোলই হলো হেড থেকে।

এই পরাজয়ের ফলে শীর্ষস্থান অক্ষুন্ন রাখতে পারলো না লজ ব্লাঙ্কোজরা। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা রয়ে গেলো তৃতীয় স্থানেই। সমান সংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৬। তারা শীর্ষে। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে জিরোনা। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ইনজুরি থেকে ফিরে মাদ্রিদ ডার্বিতে খেলার কথা ছিল রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। কিন্তু অ্যাটলেটিকোর বিপক্ষে শুরুর একাদশে নয় শুধু, স্কোয়াডেই তাকে রাখেননি কোচ আনচেলত্তি।

অ্যাটেলেটিকোর এই বীরত্বপূর্ণ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারে মোরাতা। জোড়া গোল করেছেন তিনি। বাকি গোলটি করেন ফরাসী তারকা আন্তোনিও গ্রিজম্যান।

ম্যাচের চতুর্থ মিনিটেই রিয়ালকে স্তব্ধ করে দেন আলভারো মোরাতা। স্যামুয়েল লিনোর ক্রস থেকে ভেসে আসা বলটিকে বুলেটের গতিতে হেড করে রিয়ালের জালে জড়িয়ে দেন তিনি।

ম্যাচের ১৮তম মিনিটে লিড ডাবল করেন আন্তোনিও গ্রিজম্যান। এবারও গোল আসে হেড থেকে। সাউল নিগুয়েজের ক্রস থেকে ভেসে আসা বলে হেড করেন ফরাসী তারকা গ্রিজম্যান।

ম্যাচের ৩৫তম মিনিটে রিয়ালকে একটি গোলের স্বস্তি এনে দেন জার্মান মিডফিল্ডার টনি ক্রস। বক্সের একেবারে কোনা থেকে দুর্দান্ত এক শটে অ্যাটলেটিকোর জালে বল জড়ান তিনি।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করে বসলেন আলভারো মোরাতা। ৪৬তম মিনিটে গোলটিও তিনি করেন হেড থেকে। সাউল নিগুয়েজের আরও একটি ক্রস থেকে ভেসে আসা বলটিকে মাথা ছুঁইয়ে রিয়ালের জালে জমা করেন মোরাতা।

হেডে আরও একটি দারুণ গোল মিস করে অ্যাটলেটিকো। ম্যাচের ১০ম মিনিটে গ্রিজম্যানের কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড নেন হোসে মারিয়া জিমেনেজ। কিন্তু বলটি অল্পের জন্য মিস হয়ে যায়।

রিয়ালের মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা ৩০তম মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করেন। তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করে অ্যাটলেটিকো।

ম্যাচের পর জোড়া গোলদাতা আলভারো মোরাতা বলেন, ‘খুবই খুশি লাগছে যে, আমাদের সমর্থকরা এসেছিলো জয় দেখার জন্য। তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি। তারা আমাদেরকে অসাধারণ সাপোর্ট দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *