হবিগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে চলছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য মেলা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূর্বণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) হবিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং তৃণমূল নারী উদ্যোক্তার (গ্রাসরুটস) সহযোগিতায় হবিগঞ্জ জেলার নিউ ফিল্ড মাঠে স্বাস্থ্যবিধি মেনে চলছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য মেলা।
শনিবার (০৮ জানুয়ারি ২০২২) বিসেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিক হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাজমুল হোসেন বলেন, মেলায় ৬৫টি স্টলে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালীর পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্যপণ্যসহ হস্ত ও কারু শিল্পের বিভিন্ন দেশিয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত 0৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
গত ২৩ ডিসেম্বর ২০২১ তারিখ হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।