সৌদি আরবে ব্যবসায়িক আস্থা আট বছরের সর্বোচ্চে

স্টাফ রিপোর্টার

তেল রফতানির ওপর নির্ভরতা কমাতে সৌদি সরকার মনোযোগ দেয় তেলবহির্ভূত খাতগুলোর কার্যক্রম বৃদ্ধির দিকে। সুচিন্তিত বিভিন্ন পদক্ষেপও নেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। তার সুফলও পেতে শুরু করেছে দেশটি—আট বছরের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ব্যবসায়িক আস্থা অর্জন করেছে সৌদির তেলবহির্ভূত খাত। বিনিয়োগ ও ব্যবসায়িক আস্থা বৃদ্ধির জের ধরে গতি যোগ হয়েছে উৎপাদনেও। খবর ন্যাশনাল নিউজ।

রিয়াদ ব্যাংকের ক্রয় ব্যবস্থাপকদের সূচক (পিএমআই) অনুসারে আরব বিশ্বের বৃহত্তম এ অর্থনীতি জানুয়ারির ৫৮ দশমিক ২ পয়েন্ট থেকে বেড়ে ফেব্রুয়ারিতে হয় ৫৯ দশমিক ৮ শতাংশ। ২০১৫ সালের মার্চের পর যা দেশটির তেলবহির্ভূত বেসরকারি খাতের ব্যবসায়িক কার্যক্রমের দ্রুততম বৃদ্ধিকে চিহ্নিত করে। পিএমআই ৫০ পয়েন্টের ওপরে থাকলে সম্প্রসারণ ও নিচে সংকোচনকে বোঝায়।

মূলত ব্যবসায়িক প্রবাহের জোরালো ও ত্বরান্বিত বৃদ্ধি দেশটির তেলবহির্ভূত খাতকে উৎসাহিত করেছে। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে নতুন ক্রয়াদেশ বেড়েছে সর্বাধিক পরিমাণে। রিয়াদ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ নায়েফ আল গাইথ বলেন, ‘কঠিন আর্থিক পরিস্থিতি সত্ত্বেও সৌদির চলমান প্রকল্পগুলো মূলত চাহিদা ও সরবরাহের ভারসাম্যকে শক্তিশালী ও উৎসাহিত করছে। এতে কর্মসংস্থান ও মজুরি দুটোই বেড়েছে। তাছাড়া খাতগুলোর সম্প্রসারণ পরিকল্পনাকে সমর্থন করার জন্য কর্মসংস্থান পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড অর্জন করেছে।’

প্রাথমিক সরকারি অনুমান অনুসারে, ২০২২ সালে সৌদি আরবের অর্থনীতি বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ। যার নেপথ্য কারণ হিসেবে কাজ করেছে তেল ও তেলবহির্ভূত খাতের গতি বৃদ্ধি। অন্য একটি পরিসংখ্যানের তথ্যানুসারে, ডিসেম্বরের শেষে ১২ মাস মেয়াদে তেলবহির্ভূত কার্যক্রম ৫ দশমিক ৪ শতাংশ এবং সরকারি পরিষেবা কার্যক্রম বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *