সৌদি আরবের বাণিজ্যিক উদ্বৃত্ত ৭৭৩ কোটি ডলার

স্টাফ রিপোর্টার

চলতি বছরের মে মাসে সৌদি আরব ৭৭৩ কোটি ডলারের বাণিজ্যিক উদ্বৃত্তের রেকর্ড করেছে। দেশটিতে মে মাসের ভোগ্যপণ্য আমদানি ২০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৭০ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে। গত বছরের একই সময়ে আমদানি ছিল ৫ হাজার ৬০০ কোটি সৌদি রিয়াল। এমন তথ্য উঠে এসেছে জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের (জিএএসএটিএটি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে। আরব নিউজ।

জিএএসএটিএটির তথ্যানুসারে, ২০২৩ সালের মে মাসে সামগ্রিক আমদানিও ৯৮০ কোটি সৌদি রিয়াল বেড়েছে, যা চলতি বছরের এপ্রিলের তুলনায় ১৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি প্রতিনিধিত্ব করে। প্রতিবেদনে সৌদি আরবের ভোগ্যপণ্যের রফতানি কমার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ২০২২ সালের মে মাসে ১৪ হাজার ৩০০ কোটি সৌদি রিয়ালের বিপরীতে চলতি বছরের একই সময়ে ৩২ দশমিক ১ শতাংশ কমে ৯ হাজার ৭১০ কোটি সৌদি রিয়ালে দাঁড়িয়েছে।

এভাবে পতনের প্রাথমিক কারণটি ছিল তেল রফতানি উল্লেখযোগ্য কমে যাওয়া, যা ২০২২ সালের মে মাসের তুলনায় ২০২৩ সালের মে মাসে ৩৭ দশমিক ৭ শতাংশ কমে ৭ হাজার ২০০ কোটি সৌদি রিয়াল হয়েছে। তেল রফতানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণ হিসেবে সৌদি আরব ও তার মিত্রদের (ওপেক প্লাস) প্রতিদিন প্রায় ১ দশমিক ২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তকে দায়ী করা যেতে পারে। সে চুক্তির অংশ হিসেবে সৌদি প্রতিদিন তার উৎপাদন পাঁচ লাখ ব্যারেল কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। জিএএসএটিএটির প্রতিবেদনে মে মাসে তেলবহির্ভূত রফতানির ওপরও আলোকপাত করেছে, যা বছরে ৮ দশমিক ৭ শতাংশ কমে  ২ হাজার ৫১০ কোটি সৌদি রিয়াল হয়েছে।

রফতানি পণ্যগুলোর মধ্যে তেলবহির্ভূত রাসায়নিক ও সংশ্লিষ্ট শিল্পের পণ্যগুলো বৃহত্তম শেয়ার গঠন করেছিল, যা মোট রফতানির ২৮ দশমিক ৬ শতাংশ ছিল। চীন ২০২৩ সালের মে মাসে সৌদি আরবের সবচেয়ে সক্রিয় বাণিজ্য অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। এশিয়ান এ মহারথীর কাছে সৌদি আরবের রফতানি ১ হাজার ৬৯০ কোটি সৌদি রিয়াল, যা মোট রফতানির ১৭ দশমিক ৪ শতাংশ। ভারত ও জাপান সৌদি রফতানি গন্তব্য হিসেবে যথাক্রমে ৯১০ কোটি ও ৮১০ কোটি সৌদি রিয়াল মূল্যের পণ্য গ্রহণ করে।

প্রতিবেদনে দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, বাহরাইন, সিঙ্গাপুর ও তাইওয়ানসহ সৌদি রফতানির শীর্ষ ১০টি গন্তব্যের মধ্যে স্থান পেয়েছে। সব মিলিয়ে এসব দেশে রফতানির পরিমাণ ৬ হাজার ৪২০ কোটি সৌদি রিয়াল। অন্যদিকে চীন থেকে আমদানি করা হয়েছে ১ হাজার ৫৭০ কোটি সৌদি রিয়ালের পণ্যা, যা মোট আমদানির ২৩ দশমিক ২ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত যথাক্রমে ৫৭০ কোটি ও ৩৭০ কোটি সৌদি রিয়াল আমদানি করেছে। প্রতিবেদনে জেদ্দা ইসলামিক বন্দরকে মে মাসে সৌদি আরবে পৌঁছনোর জন্য শীর্ষস্থানীয় প্রবেশপথ হিসেবে তুলে ধরা হয়েছে। বন্দরটির মাধ্যমে আমদানির পরিমাণ ১ হাজার ৮৫০ কোটি সৌদি রিয়াল, যা মোট আমদানির ২৭ দশমিক ৩ শতাংশ প্রতিনিধিত্ব করে।

১৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *