সৌদি আরবের জ্বালানি তেল রফতানি দুই বছরের সর্বোচ্চে
অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাড়িয়েছে সৌদি আরব। ফেব্রুয়ারিতে পণ্যটির রফতানি বেড়ে দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে। মূলত জ্বালানি বাজারে রাশিয়ার পিছিয়ে পড়ার উদ্বেগ এবং সৌদি আরবের ঊর্ধ্বমুখী উত্তোলন রফতানি বাড়াতে সহায়তা করেছে। খবর রয়টার্স।
সরকারি তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়ে দৈনিক ৭৩ লাখ ৭ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে, যা ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। জানুয়ারির তুলনায় রফতানি ৪ শতাংশ বেড়েছে। ওই মাসে দেশটির দৈনিক ৭০ লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানি করেছিল।
সৌদি আরব বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক দেশ। ফেব্রুয়ারিতে শুধু রফতানি নয়, দেশটিতে জ্বালানি তেল উত্তোলনও বেড়েছে। উত্তোলনও প্রায় দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে। তথ্য বলছে, সৌদি আরব ফেব্রুয়ারািতে দৈনিক ১ কোটি ২ লাখ ২৫ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। জানুয়ারিতে উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ১ লাখ ৪৫ হাজার ব্যারেল।
এদিকে ফেব্রুয়ারিতে সৌদি আরবের জ্বালানি তেল পরিশোধন কার্যক্রম দৈনিক ২ লাখ ৭২ হাজার ব্যারেল কমে দৈনিক ২৫ লাখ ৬ হাজার ব্যারেলে নেমেছে।