মেয়াদ ৬ মাস বাড়ল শিল্পের কাঁচামাল আমদানিতে নীতি সহায়তার
শিল্পের কাঁচামাল, কৃষি উপকরণ ও সার আমদানিতে নীতি সহায়তার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি বিক্রেতাকে ৩৬০ দিন পর্যন্ত দেরিতে পাওনা পরিশোধের শর্তে আগামী ডিসেম্বর পর্যন্ত এসব পণ্য আমদানি করা যাবে। এর আগে দেওয়া নীতি সহায়তার সময় রোববার শেষ হয়।
রোববারই এ-সংক্রান্ত নির্দেশনা সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকে পাঠানো হয়।
বিদ্যমান নিয়মে ১৮০ দিন দেরিতে পরিশোধের শর্তে এসব পণ্য আমদানি করা যায়। আর মূলধনি যন্ত্র আমদানি করা যায় ৩৬০ দিন দেরিতে পরিশোধের শর্তে। তবে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর নীতি সহায়তার আওতায় এসব পণ্য ৩৬০ দিন পর্যন্ত দেরিতে পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়। কয়েক দফা সময় বাড়িয়ে সর্বশেষ এটি ৩০ জুন নির্ধারণ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে ব্যাপক ডলার সংকট দেখা দিয়েছে। এ কারণে নীতি সহায়তার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে। যদিও নীতি সহায়তা নেওয়া, না নেওয়ার বিষয়টি নির্ভর করে আমদানিকারক ও বিদেশি বিক্রেতার ওপর।