মশা তাড়ানোর চেষ্টা: আগুনে প্রাণ গেলো ২৭ গরুর
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি খামারে আগুন লেগে ২৭টি গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের সলেমান আলীর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কসবা ইউপি চেয়ারম্যান গোলাম জাকারিয়া বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সলেমান আলী খামারের গরুকে মশার কামড় থেকে বাঁচাতে খড়কুটা দিয়ে আগুন জালিয়ে ধোঁয়া তৈরি করে নামাজ পড়তে যান। নামাজ শেষে ফিরে তিনি খামারে আগুন দেখতে পান।
তিনি আরও বলেন, স্থানীয়দের সহায়তায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। তবে ততক্ষণে খামারের ২৭টি গরু আগুনে পুড়ে মারা যায়। তার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
জানতে চাইলে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।