ব্যাপক কমেছে কফির দাম

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে কমেছে কফির দাম। এর মধ্যে রোবাস্তা কফি পাঁচ সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। শক্তিশালী ডলার ও দুর্বল ব্রাজিলিয়ান রিয়াল দরপতনে প্রধান ভূমিকা পালন করেছে।

তথ্য বলছে, ডলারের মূল্যসূচক দুই বছরের সর্বোচ্চে উঠেছে। অন্যদিকে ডলারের বিপরীতে ব্রাজিলিয়ান রিয়ালের দাম এক মাসের সর্বনিম্নে নেমেছে। মুদ্রার দাম কমে যাওয়ায় ব্রাজিলের উৎপাদকরা রফতানিতে মনোযোগ বাড়িয়েছেন।

ইউক্রেনে চলমান যুদ্ধ কফির বৈশ্বিক চাহিদার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতির ভার ক্রমেই বাড়ছে। ভোক্তারা তাদের ব্যয় কমিয়ে আনছেন। ফলে কমছে পানীয় পণ্যটির ব্যবহার।

গ্রিন কফি অ্যাসোসিয়েশন জানায়, গত মাসে যুক্তরাষ্ট্রে গ্রিন কফির মজুদ আগের মাসের তুলনায় ১ শতাংশ বেড়েছে। এক বছরের ব্যবধানে মজুদ বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। মজুদের পরিমাণ ছিল ৫৮ লাখ ২০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি)। এমন ঊর্ধ্বমুখী মজুদ দাম কমাতে সহায়তা করছে।

শুধু তাই নয়, সরবরাহ বৃদ্ধিও এতে ভূমিকা রাখছে। ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস জানায়, বছরের প্রথম প্রান্তিকে দেশটির কফি রফতানি ১৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার টনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *