বৈদ্যুতিক গাড়ি আনতেও শুল্কমুক্ত সুবিধা পাবেন এমপিরা

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের সদস্যরা অন্যান্য গাড়ির মতোই এখন থেকে শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক গাড়ি আমদানি করতে পারবেন।

বুধবার (৫ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কোনাে ব্যক্তি সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণের পর, দফা (২) এ বর্ণিত শর্তসাপেক্ষে, শুল্কমুক্তভাবে অনধিক ১৬৫০ সিসি পেট্রল বা গ্যাসােলিন জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি মােটরকার, অথবা অনধিক ১৮০০ সিসি ডিজেল জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি মােটরকার, অথবা অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড মােটরকার, অথবা অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি মাইক্রোবাস, অথবা অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড মাইক্রোবাস, অথবা অনধিক ৩০০০ সিসি পেট্রল বা গ্যাসােলিন জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি জিপ, অথবা অনধিক ৩০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড জিপ, অথবা অনধিক ৪৫০০ সিসি ডিজেল জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি জিপ, অথবা অনধিক ৪৫০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড জিপ, অথবা ইলেকট্রিক মােটরচালিত একটি মােটরযান আমদানি করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *