বাংলাদেশ পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবায় প্রতিশ্রুতিবদ্ধ —বিজিএমইএ
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিক, যারা শিল্পের প্রাণকেন্দ্রে রয়েছে, তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল ঢাকায় ইউনিসেফ হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।’
ফারুক হাসান বলেন, ‘এ শিল্পে শ্রমিক ভাই-বোনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের স্বাস্থ্যের যত্ন নেয়ার বিষয়টিও আমাদের জন্য আবশ্যক ও অপরিহার্য, যা তাদের উৎপাদনশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। পোশাক খাতে নারী কর্মীদের স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য শিল্প কীভাবে চেষ্টা করছে, তার একটি উৎকৃষ্ট উদাহরণ মাদার্স ওয়ার্ক প্রকল্পে বাংলাদেশ সরকার এবং ইউনিসেফের সঙ্গে আমাদের সক্রিয় সম্পৃক্ততা।’
অনুষ্ঠানে অ্যাভেরি ডেনিসনের দক্ষিণ এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার (রিটেইল, ব্র্যান্ডিং ও ইনফরমেশন সলিউশনস) কেনি লিউ, অ্যাভেরি ডেনিসন ইউএসএর ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স, সলিউশনস গ্রুপ) সিদ্ধার্থ সি রেড্ডি, অ্যাভেরি ডেনিসন বাংলাদেশের জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।