প্রবৃদ্ধি কমেছে রাজস্ব আদায়ে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির গতি খানিকটা কমে গেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে অর্থাৎ প্রথম আট মাসে ১ লাখ ৯৬ হাজার ৩৯ কোটি টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৯২ শতাংশ। এর আগে জুলাই-জানুয়ারি সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয় ৯ দশমিক ৯১ শতাংশ।
একক মাসের হিসাবেও কমে এসেছে প্রবৃদ্ধির গতি। ফেব্রুয়ারি মাসে ২৩ হাজার ৭২৯ কোটি টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর। আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে মাত্র ১ দশমিক ৭২ শতাংশ। আগের মাস জানুয়ারিতে এ হার ছিল ৪ দশমিক ৯১ শতাংশ। রাজস্ব আদায়সংক্রান্ত এনবিআরের সময়িক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে দেশের অর্থনীতিতেও কিছুটা শ্লথগতি আছে। এ ছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য পণ্য আমদানিতেও পর্যাপ্ত ডলার না পাওয়ায় সার্বিকভাবে আমদানি কমেছে। এগুলোর প্রভাব পড়েছে রাজস্ব আদায়েও।
ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১৯ হাজার ১৫ কোটি টাকা। ওই আট মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২২ হাজার ৯৭৬ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে এনবিআরের। চলতি অর্থবছরে মোট ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থাটির।
আট মাসে আমদানি-রপ্তানি পর্যায়ে রাজস্ব এসেছে ৫৯ হাজার ১৯৮ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৫৬ হাজার ৭২৬ কোটি টাকা। সে হিসাবে এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৩৬ শতাংশ।
এদিকে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) খাত থেকে আট মাসে রাজস্ব আদায় হয়েছে ৭৬ হাজার ৪০৪ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ শতাংশের কিছু বেশি। গত অর্থবছরের একই সময়ে এ খাত থেকে রাজস্ব আদায় হয়েছিল ৬৬ হাজার ৩৯৬ কোটি টাকা। এ ছাড়া আয়কর ও ভ্রমণ কর খাত থেকে আট মাসে রাজস্ব এসেছে ৬০ হাজার ৪৩৭ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ২৯ শতাংশ।