দ্বিতীয়বারের মতো গাড়ির দাম কমাল টেসলা
চলতি বছর দ্বিতীয়বারের মতো বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) দাম কমিয়েছে টেসলা। রোববার মধ্যরাতে মার্কিন এ গাড়ি নির্মাতা দাম কমানোর কথা জানায়। সে হিসাবে এখন থেকে টেসলার মডেল এস সেডান ও মডেল এক্স এসইউভির দাম যথাক্রমে ৫ হাজার ডলার ও ১০ হাজার ডলার কমে বিক্রি হচ্ছে। খবর সিএনবিসি।
কোম্পানির ওয়েবসাইটের তথ্যানুসারে, মডেল এসের গাড়ির মূল্য এখন ৫ দশমিক ২ শতাংশ কমে হয়েছে ৮৯ হাজার ৯৯০ ডলার। যার পূর্ব মূল্য ছিল ৯৪ হাজার ৯৯০ ডলার। আর মডেল এস প্লেড এখন ৪ দশমিক ৩ শতাংশ কমে বিক্রি হচ্ছে ১ লাখ ৯ হাজার ৯৯০ ডলার। যার পূর্ব মূল্য ছিল ১ লাখ ১৪ হাজার ৯৯০ ডলার।
এছাড়া মডেল এক্সের গাড়ি ৯ দশমিক ১ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৯৯ হাজার ৯৯০ ডলার। যার পূর্ব মূল্য ছিল ১ লাখ ৯ হাজার ৯৯০ ডলার। আর মডেল এক্স প্লেড ৮ দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৯০ ডলার। যার পূর্ব মূল্য ছিল ১ লাখ ১৯ হাজার ৯৯০ ডলার।
গ্রাহকদের কাছে সরকারি গাড়ি বিক্রি করে টেসলা এবং প্রায়ই এর মূল্য পরিবর্তন করে। বিক্রি বাড়াতে এর আগে গত জানুয়ারিতে গাড়ির দাম ব্যাপক হারে কমায় কোম্পানিটি। ১ মার্চ বিনিয়োগকারী দিবসে টেক্সাসের অস্টিনে টেসলার সিইও ইলোন মাস্ক এবং অন্য নেতারা উৎপাদন দক্ষতা ও খরচ কমানোর ওপর জোর দিয়েছিলেন।
সে সময় মাস্ক বলেছিলেন, টেসলার একটি গাড়ির মালিক হওয়ার আকাঙ্ক্ষা মানুষের অত্যন্ত বেশি। কিন্তু তাদের সামর্থ্যই টেসলার গাড়ি কেনার জন্য সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়।