আরও পাঁচ নেতাকে বহিষ্কার করল বিএনপি

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির আরও পাঁচ নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান কবির, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক শারমিন সুলতানা আসমা, বেতাগী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপিকা আমেনা বেগম, মো. গোলাম সরোয়ার রিয়াদ খান এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি নেতা ও উপজেলা মহিলা দল সভানেত্রী নুরজাহান এলাহী ঝরনা।

দলটির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে পাঁচজনের বহিষ্কারের কথা বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *