দক্ষিণ কোরিয়ার গাড়ি রফতানিতে রেকর্ড প্রবৃদ্ধি
পরিবেশবান্ধব গাড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ কোরিয়ার গাড়ি রফতানি ঊর্ধ্বমুখী হয়েছে। সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় গাড়ি রফতানি প্রায় ৩৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। দেশটির বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের এক উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর কোরিয়া টাইমস।
সরকারি উপাত্তে বলা হয়, সেপ্টেম্বরে মূল্যের হিসাবে অটোমোবাইলের রফতানি ৪৭৯ কোটি ডলারে উন্নীত হয়েছে। এটি আগের যেকোনো সেপ্টেম্বরের তুলনায় অধিক এবং গত জুলাইয়ের পর গত মাসেই গাড়ি রফতানি দ্বিতীয় সর্বোচ্চ। জুলাইয়ে এ রফতানি ছিল ৫১৪ কোটি ডলার।
দক্ষিণ কোরিয়া সেপ্টেম্বরে ১ লাখ ৯২ হাজার ৮৬৩ ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৫ শতাংশ বেশি। দেশটি থেকে উত্তর আমেরিকায় গাড়ি রফতানি ৭০ দশমিক ১ শতাংশ বেড়ে ২২৬ কোটি ডলারে পৌঁছেছে। একই সঙ্গে এশীয় দেশগুলোয় গাড়ি রফতানি ৯৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪৩ কোটি ৪০ লাখ ডলার হয়েছে। মধ্যপ্রাচ্যে গাড়ি বিক্রি ৩২ দশমিক ৩ শতাংশ এবং লাতিন আমেরিকায় ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দক্ষিণ কোরিয়ার গাড়ি রফতানিতে বিপরীত চিত্র দেখা গিয়েছে। মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার কারণে সেপ্টেম্বরে ইইউতে গাড়ি রফতানি ৪ দশমিক ৪ শতাংশ কমে ৭৫ কোটি ৫০ লাখ ডলারে নেমে এসেছে।
সেপ্টেম্বরে মূল্যের দিক থেকে দক্ষিণ কোরিয়ার মোট গাড়ি রফতানির মধ্যে পরিবেশবান্ধব গাড়ি ছিল ২৯ দশমিক ৪ শতাংশ। পাশাপাশি এ মাসে গাড়ির যন্ত্রাংশ রফতানি ৮ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০১ কোটি ডলারে পৌঁছেছে।
এদিকে দেশটিতে অভ্যন্তরীণ গাড়ির উৎপাদন বেড়েছে। গত মাসে দেশটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ লাখ ৭ হাজার ৭২১ ইউনিটে উন্নীত হয়েছে। চিপের ঘাটতি হ্রাস পাওয়া এবং আগের বছরের তুলনায় কর্মদিবসের সংখ্যা বাড়ার কারণে অভ্যন্তরীণ গাড়ি উৎপাদন বেড়েছে। দেশটির অন্যতম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান হুন্দাই মোটরসের সেপ্টেম্বরে উৎপাদন ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এটির অঙ্গ প্রতিষ্ঠান কিয়া মোটরসের গাড়ি উৎপাদন ১২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।