ঢাবি ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের আবার পরীক্ষা নেওয়া হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় পাস করা প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থীর আবারও পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার ডিন’স কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, পাস করা সাড়ে আঠারো হাজার শিক্ষার্থীদের আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। এরপর ফের ওই পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলনে নামেন শিক্ষাথীরা।