ট্রাম্পের সোস্যাল মিডিয়া কোম্পানি “ট্রুথ সোস্যাল”
বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ১০০ কোটি ডলার বিনিয়োগ নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্পের সোস্যাল মিডিয়া কোম্পানি। টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ানো ট্রুথ সোস্যালের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
গত অক্টোবরে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) চালু করে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। টুইটার, ইউটিউব ও ফেসবুকের মতো বিভিন্ন প্লাটফর্মে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ কোম্পানি চালু করেন তিনি।
কোনো এক প্রতিষ্ঠিত কোম্পানির সঙ্গে একীভূত হয়ে বাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার পরিকল্পনা করছে টিএমটিজি। ডিজিটাল ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্প্রতি একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্পের এ কোম্পানি।
টিএমটিজির চেয়ারম্যান হিসেবে রয়েছেন ট্রাম্প। যদি কোম্পানিটি ভালো ব্যবসা করতে সক্ষম হয় তাহলে তিনি লাখো বিশেষ বোনাস শেয়ার পাবেন। এতে অন্তত কাগজে-কলমে ট্রাম্পের নামে শতকোটি ডলার সম্পদ যুক্ত হবে।