চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান
স্টাফ রিপোর্টার
এসি মিলানকে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৩-০ গোলের অগ্রগামিতায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ইন্টার মিলান। ২০১০ সালের পর এই প্রথম ফাইনালে তারা।স্যান সিরোয় প্রথম লেগে ২-০ গোলের জয় পায় ইন্টার। একই মাঠে আজ বুধবার (১৭ মে) ভোর রাতে অনুষ্ঠিত ম্যাচে লাউতারো মার্তিনেজ গোল করে জেতান ইন্টারকে।
২০০৭ সালের পর কখনো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা হয়নি সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলানের।
আজ দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটির মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়।