চৌহালীতে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে মদ্যপ পুলিশ সদস্যকে প্রত্যাহার
আব্দুস ছামাদ খান,ভ্রাম্যমান প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে নৌ-পুলিশের সদস্য শামচুল আলমকে (ক্রমিক নং-১৬৭৭ ও বিপি নং-৮৬০৬১১২৪৮৬) মদ্যপ অবস্থায় শুক্রবার গভীর রাতে জনৈক মহিলার ঘরে প্রবেশ করার অভিযোগে সাময়িক বরখাস্ত করে প্রধান কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে। চৌহালী নৌ-পুলিশের অফিসার ইনচার্জ বাবর আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ, ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসি সুত্র জানায়, যমুনা নদী বেষ্টিত চৌহালী উপজেলায় ২০১৮ সালে নৌ-পুলিশের অস্থায়ী ফাঁড়ি স্থাপন করা হয়। গত ৭-৮ মাস আগে শামচুল আলম নৌ-পুলিশের সদস্য হিসেবে চৌহালীতে যোগদান করেন। শুক্রবার গভীর রাতে নৌ-পুলিশের সদস্য শামচুল আলম পুলিশ ফাঁড়ির অদুরে চৌদ্দরশি গ্রামের হতদরিদ্র জনৈক মহিলার বাড়ীতে অনৈতিক উদ্যেশে যায়। পরে সুযোগ বুঝে ওই মহিলার ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন মহিলার চেঁচামেচির শব্দে টেরপায়। এসময় বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে ঘরের মধ্যে হাতে নাতে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে খবর দেয়। রাতেই ফাঁড়ির কর্মকর্তারা তার বিরুদ্ধে বিভাগীয় বিচার দেবার আশ্বাস দিয়ে নিয়ে যায়। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার ভোরে ঢাকা মিরপুর নৌ-পুলিশের প্রধান কার্যালয়ে তাকে পাঠিয়ে দেয়া হয়। এবিষয়ে জানতে বরখাস্ত হওয়া নৌ-পুলিশ সদস্য সামচুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম গণি মোল্লা জানান, নৌ-পুলিশ সদস্য সামচুল আলম মহিলার ঘরে প্রবেশ করে। এসময় বাড়ির লোকজন তাকে ধরে ফেলে। পরে বিচার দেবার আশ্বাস দিয়ে তাকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে বলে জেনেছি। এব্যাপারে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবর আলী জানান, সামচুল মাদকাসক্ত ছিল। এর আগে মাদক সেবন সহ অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল থেকে তাকে চৌহালীতে বদলি করা হয়েছিল। শুক্রবার রাতের ঘটনায় সামচুলকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে