চীনে চিপ তৈরির সরঞ্জাম রফতানির উপর বাড়ছে মার্কিন নিষেধাজ্ঞা
বাইডেন প্রশাসন আগামী মাসে চীনে প্রযুক্তি সংক্রান্ত চালানের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনা করেছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চিপ তৈরিতে ব্যবহৃত সেমিকন্ডাক্টর নিয়ে এই পদক্ষেপ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার বিষয়ে নতুন নীতি প্রণয়ন করছে মার্কিন বাণিজ্য দপ্তর। বছরের শুরুতে তারা বড় তিন প্রতিষ্ঠানকে এ বিষয়ে চিঠি দেয়। এর ভিত্তিতেই নতুন নীতি তৈরি করছে। কোম্পানি তিনটি হলো কেএলএ কর্পোরেশন, লাম রিসার্চ কর্পোরেশন ও অ্যাপ্লায়েড ম্যাটারিয়ালস ইনকর্পোরেটেড।
তখন বলা হয়, বাণিজ্য বিভাগের লাইসেন্স না পেলে কোম্পনিগুলো যেন চীনে চিপ তৈরির সরঞ্জাম রফতানি না করে।
এ ছাড়া গত মাসে চিপ প্রস্তুতকারী এনভিডিয়া করপোরেশন ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) উপর রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। নতুন এই নীতিতে সেই নিষেধাজ্ঞাকেও পুনর্গঠন করা হবে। এমন নির্দেশনা পাবার কথা স্বীকার করেছে কোম্পানির পক্ষ থেকেই।
তবে বিষয়টি নিয়ে বাণিজ্য দপ্তর কোনো মন্তব্য করতে নারাজ। এটা স্পষ্ট যে, চলমান বাজার অর্থনীতির সংঘাতে যুক্তরাষ্ট্র চীনকে কাবু করতে চায়। ফলে নিজেদের আধিপত্য আছে এমন জায়গায় আঘাত করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। এমনটাই দাবি করেছেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রযুক্তি বিশেষজ্ঞ জিম লুইস।