কাতারের বাণিজ্য উদ্বৃত্ত ১৬ শতাংশ বেড়েছে

স্টাফ রিপোর্টার

চলতি বছরের নভেম্বরে কাতারের পণ্য বাণিজ্যের উদ্বৃত্ত ২ হাজার ৪৫০ কোটি রিয়ালে (৬৭০ কোটি ডলার) পৌঁছেছে। বাণিজ্য উদ্বৃত্তের এ পরিমাণ আগের মাসের চেয়ে ১৫ দশমিক ৮ শতাংশ বেশি। দেশটির পরিকল্পনা ও পরিসংখ্যান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।

গত মাসে ৩ হাজার ৪৩০ কোটি রিয়ালের পণ্য রফতানি করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এর মধ্যে অভ্যন্তরীণ পণ্য ও পুনঃরফতানি অন্তর্ভুক্ত রয়েছে। রফতানির এ পরিমাণ আগের মাসের তুলনায় ১৩ দশমিক ৯ শতাংশ বেশি। পেট্রোলিয়াম গ্যাস ও অন্যান্য বায়বীয় হাইড্রোকার্বনের চালান বেড়ে যাওয়ায় দেশটির রফতানিতে এমন উল্লম্ফন ঘটেছে। এসব পণ্যের রফতানি বেড়েছে ১৮ দশমিক ৯ শতাংশ।

এদিকে গত মাসে দেশটির আমদানি মাসভিত্তিক ৯ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৮০ কোটি রিয়ালে পৌঁছেছে। বার্ষিক হিসাবে আমদানি বাড়ার হার ২৯ দশমিক ৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *