আন্তর্জাতিক বাজারে কমেছে তামার বাজারদর

স্টাফ রিপোর্টার

ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে তামার দাম। চান্দ্রবর্ষের ছুটি শেষে ধাতুটির শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা গতিশীল হওয়া নিয়েও উদ্বেগ দেখা গেছে। খবর নাসডাক।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) মঙ্গলবার তামার তিন মাস সরবরাহ চুক্তির দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৪১৫ ডলারে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া তামার সরবরাহ চুক্তির দামও দশমিক ২ শতাংশ কমে নেমেছে ৬৮ হাজার ২৭০ ইউয়ানে (৯ হাজার ৪৮৪ ডলার ৪৫ সেন্ট)।

বিশ্লেষকরা বলছেন, শীত শেষে অবকাঠামো নির্মাণ গতিশীল হয়ে উঠলে এ খাতে তামার চাহিদা আবারো বাড়তে পারে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতও চাহিদায় রসদ জোগাতে পারে। কিন্তু চীনে বর্তমান ধীর অর্থনৈতিক পরিস্থিতির কারণে এসব সম্ভাবনা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে। দেশটির অর্থনীতি গতিশীল হলে তামার বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠবে বলেও জানান তারা।

এদিকে সাম্প্রতিক সময়ে কমলেও দুই বছরের মধ্যে ধাতুটির দাম ৭৫ শতাংশের বেশি বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সরবরাহ ও চাহিদার মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের কারণে দাম আকাশচুম্বী হয়ে উঠবে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *