আকরিক লোহা আমদানি কমেছে চীনে
বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ চীন। ২০২০ সালে দেশটি রেকর্ড আকরিক লোহা আমদানি করেছিল। কিন্তু গত বছর সে তুলনায় আমদানি ৪ দশমিক ৩ শতাংশ কমেছে। খবর রয়টার্স।
বাজারসংশ্লিষ্টরা জানান, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইস্পাত উৎপাদন করে চীন। শিল্প ধাতুটি উৎপাদনের প্রধান কাঁচামাল আকরিক লোহা। গত বছর থেকে দূষণ রোধে বৃহৎ অর্থনীতির দেশটি ইস্পাত উৎপাদন কমানোর পদক্ষেপ নেয়। এ কারণে কমে যায় আকরিক লোহার চাহিদা।
চীনের শুল্ক বিভাগ জানায়, ২০২১ সালে দেশটি ১১২ কোটি টন আকরিক লোহা আমদানি করেছে। এর আগের বছর আমদানির পরিমাণ ছিল ১১৭ কোটি টন। বছরের ডিসেম্বরে আমদানি আগের মাসের তুলনায় ১৮ শতাংশ কমে যায়। ওই মাসে আমদানি করা হয় ৮ কোটি ৬০ লাখ ৭০ হাজার টন।
নভেল করোনাভাইরাস মহামারীর প্রথম ঢেউয়ের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ইস্পাত উৎপাদনে ভালো পরিমাণ মুনাফা আসতে শুরু করে। এ কারণে বেড়ে যায় আকরিক লোহার চাহিদা। ফলে গত বছরের প্রথম পাঁচ মাসে পণ্যটির ব্যবহার দ্রুত বাড়তে থাকে। এর পরই ইস্পাত উৎপাদন সীমিত রাখতে মিলগুলোকে নির্দেশনা দেয় সংশ্লিষ্ট দপ্তর।
গত বছরের জুন-ডিসেম্বর পর্যন্ত আকরিক লোহা আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কমে যায়। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে পণ্যটির দাম প্রায় ৪৫ শতাংশ কমে।
বিশ্লেষকরা জানান, চলতি বছর প্রধান খনি প্রতিষ্ঠানগুলোর আকরিক লোহা সরবরাহ স্থিতিশীল থাকবে। এক্ষেত্রে পণ্যটির চাহিদা নির্ভর করবে ইস্পাত উৎপাদনসংক্রান্ত ভবিষ্যৎ নীতিমালার ওপর।
সরকার সমর্থিত একটি পরামর্শক প্রতিষ্ঠান জানায়, চলতি বছর আকরিক লোহা আমদানিতে নিম্নমুখিতা অব্যাহত থাকবে। বছর শেষে আমদানির পরিমাণ দাঁড়াতে পারে ১০৮ কোটি টনে।